Terms & Conditions

ABM MARKETPLACE TERMS, CONDITIONS & POLICIES

🌟 Terms & Conditions:

Effective Date: January 01, 2025

Welcome to ABM Marketplace. By using our page and services, you agree to these terms:

1️⃣ Use of Our Page

• Use only for lawful purposes.

• Do not disrupt or damage the page.

2️⃣ Intellectual Property

• ABM Marketplace or partners own all content.

• Do not copy or distribute without permission.

3️⃣ Services

• We offer Starter Stores in the online marketplace. Additional terms may apply.

4️⃣ Limitation of Liability

• We are not liable for indirect or consequential loss.

5️⃣ Changes to Terms

• Terms may change; check periodically.

________________________________________

🌟 Privacy Policy:

Effective Date: January 01, 2025

We value your privacy at ABM Marketplace.

1️⃣ Information We Collect

• Contact info (name, email, phone).

• Business details.

• Page usage data.

2️⃣ How We Use It

• To provide/improve services.

• Communicate updates/promotions.

• Internal records.

3️⃣ Data Security

• We take measures to protect your data.

4️⃣ Sharing Info

• No selling or renting of your data.

• Shared only with trusted service providers.

5️⃣ Your Rights

• Request access, correction, or deletion anytime.

6️⃣ Policy Changes

• Updates will appear here.

________________________________________

🌟 Service Return and Refund Policy:

Effective Date: January 01, 2025

✅ Digital & Managed Services

• Non-refundable once work begins or deliverables are provided.

✅ Cancellation

• Cancel before work starts = full refund (minus admin fees). Written notice required.

……………………………………………………………………………………………………………………………………….

এবিএম মার্কেটপ্লেসের শর্তাবলী, নিয়মাবলী ও নীতিমালা

🌟 শর্ত ও বিধি

কার্যকর তারিখ: ০১ জানুয়ারী, ২০২৫

এবিএম মার্কেটপ্লেসে আপনাকে স্বাগতম। আমাদের ফেসবুক পেজ এবং পরিষেবাগুলি ব্যবহার করে, আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেনঃ

১️। আমাদের পেজের ব্যবহার

• শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন।

• পেজটি ব্যাহত বা ক্ষতিগ্রস্থ করবেন না।

২️। বৌদ্ধিক সম্পত্তি

• সমস্ত সামগ্রী এবিএম মার্কেটপ্লেস বা এর অংশীদারদের মালিকানাধীন।

• অনুমতি ছাড়া অনুলিপি বা বিতরণ করবেন না।

৩️। পরিষেবা

• আমরা অনলাইন মার্কেটপ্লেসে স্টার্টার স্টোর অফার করি; এ ক্ষেত্রে অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে।

৪️। দায়বদ্ধতার সীমাবদ্ধতা

• কোনো ধরনের পরোক্ষ বা পরিণতিজনিত ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।

৫️। শর্তাবলীতে পরিবর্তন

• শর্তাবলী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে; অনুগ্রহ করে নিয়মিত যাচাই করে নিন।

____________________________________________

🌟 গোপনীয়তা নীতিঃ

কার্যকর তারিখ: ০১ জানুয়ারী, ২০২৫

আমরা এবিএম মার্কেটপ্লেসে আপনার তথ্যের গোপনীয়তাকে মূল্যবান বলে মনে করি।

১️। আমাদের সংগ্রহ করা তথ্য

• যোগাযোগের তথ্য (নাম, ইমেল, ফোন নাম্বার)।

• ব্যবসার বিবরণ।

• পেজ ব্যবহারের তথ্য।

২️। আমরা কীভাবে এটি ব্যবহার করি

• পরিষেবা প্রদান/উন্নত করতে।

• আপডেট/প্রচারের উদ্দেশে যোগাযোগ।

• অভ্যন্তরীণ রেকর্ড।

৩️। ডেটা সুরক্ষা

• আমরা আপনার ডেটা সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করি।

৪️। তথ্য বা উপাত্তের বিতরণ

• আপনার তথ্য আমরা কখনো বিক্রি বা ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করব না।

• শুধুমাত্র বিশ্বস্ত পরিষেবা প্রদানকারীদের সাথে শেয়ার করা হতে পারে।

৫️। আপনার অধিকার

• যেকোনো সময় আপনার তথ্যের অ্যাক্সেস, সংশোধন বা মুছে ফেলার জন্য অনুরোধ জানাতে পারেন।

৬️। নীতি পরিবর্তন

• সর্বশেষ আপডেট এখানে দেখানো হবে।

_______________________________________

🌟 পরিষেবা ফেরত এবং ফেরত নীতিঃ

কার্যকর তারিখ: ১ জানুয়ারী, ২০২৫

✅ ডিজিটাল ও ব্যবস্থাপিত পরিষেবা

• কাজ শুরু হওয়ার পর এটির অর্থ ফেরতযোগ্য নয় এবং নির্ধারিত সেবা/পণ্য সরবরাহ করা হবে।

✅ বাতিলকরণ

• কাজ শুরু হওয়ার আগে বাতিল করা হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে (অ্যাডমিন ফি বাদে)। এ ক্ষেত্রে লিখিত নোটিশ প্রদান আবশ্যক।